মদনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

- আপডেট সময় : ০৬:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৯৭ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান ,মদন
নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদের সম্মূখে পতাকা উত্তোলন, দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভা কক্ষে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হেকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ইমদাদুল হক তালুকদার।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, ডাঃ নয়ন ঘোষ, ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, জামায়াতের নায়েবী আমীর রিয়াজ উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এজহারুল ইসলাম, প্রভাষক আব্দুল গনি আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, সমন্বয়ক সাইদ বিন ফজল প্রমূখ।
সভা সঞ্চালনায় দায়িত্বে ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার