বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

নান্দাইলের ৩১ মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ

নান্দাইলের ৩১ মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

এতিম ও দুঃস্থদের জন্য সৌদিআরব সরকারের পাঠানো দুম্বার মাংস কখনই ভাগ্যে জুটতো না প্রকৃত এতিমদের। বরং মাংস আসার আগেই রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে হয়ে যেতো ভাগ-বাঁটোয়ারা। তবে এবার আর নেতাকর্মী নয়, ময়মনসিংহ নান্দাইল উপজেলার ৩১টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে সৌদি সরকারের উপহারের এসব মাংস।

সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি প্রতিষ্ঠানে মোট ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ চত্তরে ৩১টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে এসব মাংস তুলে দেওয়া হয়। মাংস বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহসহ সংশ্লিষ্ঠ মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এসময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকরা বলেন, গত ১২/১৩ বছরে কোন মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ হয়নি। এমনকি কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিলো না। তবে এবারই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

মাওলানা শফিকুল ইসলাম নামক আরেক মাদ্রাসা শিক্ষক বলেন, এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। যদিও সৌদি সরকার এতিম ও দুঃস্থদের জন্য পাঠাতো। এবার সেই মাংসের যারা আসল হকদার, তাদের হাতেই পৌঁছে দিয়েছে প্রশাসন। ইউএনও মহোদয়সহ সবাইকে ধন্যবাদ।

দুম্বার মাংস বিতরণকৃত মাদ্রাসা ও এতিমখানাগুলো হলো- কাকচর অলি মাহমুদ মাদ্রাসা,মুয়াজ ইবনে জাবাল আমোদাবাদ,জামিয়া শরিয়া মাদ্রাসা,ফাতেমা খাতুন মহিলা মাদ্রাসা,উত্তর চন্ডীপাশা আবুল ইমাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা,জামিয়া উম্মে কুলসুম মহিলা মাদ্রসা,আল জান্নাত কওমী মাদ্রাসা,বীরকামটখালী খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা,পলাশিয়া বডতলা হাফিজিয়া মাদ্রাসা,জামিয়াতুল মুসলিমিন এতিমখানা,গাওছুল আজম এতিমখানা সাইদ আহম্মেদ,সাভার মিফতাহুল উলুম মাদ্রাসা,দাতারাটিয়া তাজুল উলুম মাদ্রাসা,আহাদিয়া এতিমখানা,পাবাড়িয়া নাদিয়াতুল কোরআন মাদ্রাসা,বায়তুল ফালাহ মাদ্রাসা,শাহ নেওয়াজ ছফিরিয়া মাদ্রাসা ও এতিমখানা,নূরুল উলুম ফাইজুন্নেছা ফারখুন্দা বালিকা এতিমখানা,মতিয়া আক্তার এতিমখানা,চাঁনপুর বায়তুল কোরআন মাদ্রাসা,উম্মে আয়মান র: কওমী মহিলা মাদ্রাসা,তালতলা ইউনুসিয়া এশাতুল উলুম মাদ্রাসা,কামারিয়া হাফিজিয়া মাদ্রাসা,তুরন্তীপাড়া হেফজুল উলুম মাদ্রাসা,খারুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,রহিমা খাতুন হিবজুল কোরআন মাদ্রাসা,হাজী শহরআলী চেয়ারম্যান এতিমখানা,ডা: হোসনেয়ারা এতিমখানা,মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা,বলীঘাট কওমী মাদ্রাসা ও ধূরুয়া গাবতলী হাফিজিয়া মাদ্রাসা।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়