ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদেরও হারাল জিম্বাবুয়ে

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / ৭৩ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় রুদ্ধশ্বাস জয়ে পেয়েছে জিম্বাবুয়ে। শেষ বলে গিয়ে জিম্বাবুয়ে ম্যাচ জিতল ৪ উইকেটে, শেষ ৬ বলে ১১ রান নিয়ে জয়ের নায়ক ২৪ বছর বয়সী টাশিঙ্গা মুসেকিওয়া। পাঁচ বছর টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয়বারের মতো হারানোর স্বাদ পেল সিকান্দার রাজার দল। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করল জিম্বাবুয়ে। ম্যাচের শেষ ওভারে ১১ রান নিয়ে জিম্বাবুয়েকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন টাশিঙ্গা মুসেকিওয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। প্রতিপক্ষকে অল্পতে আটকে রেখে জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। এরপর ওপেনার ব্রায়ান বেনেট ৪৯ বলে খেলেন ৪৯ রানের ইনিংস। ডিওন মায়ের্সের ব্যাট থেকে আসে ৩২ রান। ইতিহাসগড়া জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ১১ রান।

বোলিংয়ে আজমতউল্লাহ ওমরজাই, টাশিঙ্গা মুসেকিওয়া একাই খেলেন ওভারের ৬ বল। শেষ ডেলিভারিতে গিয়ে নিশ্চিত করেন দলের রোমাঞ্চকর জয়। আর তাতেই জিম্বাবুয়ে লিখল নতুন করে ইতিহাস, পাঁচ বছরের বেশি সময় পর তারা আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেল। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করতে পারে ১৪৪ রান। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির পেস তোপের সামনে আফগানিস্তানের টপ অর্ডার রীতিমতো বিপর্যস্ত।

আরো পড়ুন-

ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ইনিংসের প্রথম ওভারেই এনগারাভার শিকার। আফগান এই ওপেনার প্যাভিলিয়নে ফেরত যান ডাক হয়ে। আরেক ওপেনার সেদিকউল্লাহ অটলও হয়েছেন ব্যর্থ, রান করেন কেবল ৩। তিনে নামা হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে অবশ্য ২০ রান আসে। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইশাক ১ রান করতেই এনগারাভার বলে হারান উইকেট। তবে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন করিম জানাত ও মোহাম্মদ নবী। ২৭ বলে ৪৪ রান করে নবী এনগারাভার তৃতীয় শিকার হলেও ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন করিম জানাত। তার ৫৪ রানের ইনিংসে ভর দিয়েই আফগানিস্তান স্কোরবোর্ডে পায় ১৪৪।

দৈনিক প্রলয় এএএস

নিউজটি শেয়ার করুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদেরও হারাল জিম্বাবুয়ে

আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

 স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় রুদ্ধশ্বাস জয়ে পেয়েছে জিম্বাবুয়ে। শেষ বলে গিয়ে জিম্বাবুয়ে ম্যাচ জিতল ৪ উইকেটে, শেষ ৬ বলে ১১ রান নিয়ে জয়ের নায়ক ২৪ বছর বয়সী টাশিঙ্গা মুসেকিওয়া। পাঁচ বছর টি-টোয়েন্টিতে আফগানদের দ্বিতীয়বারের মতো হারানোর স্বাদ পেল সিকান্দার রাজার দল। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করল জিম্বাবুয়ে। ম্যাচের শেষ ওভারে ১১ রান নিয়ে জিম্বাবুয়েকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন টাশিঙ্গা মুসেকিওয়া।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। প্রতিপক্ষকে অল্পতে আটকে রেখে জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। এরপর ওপেনার ব্রায়ান বেনেট ৪৯ বলে খেলেন ৪৯ রানের ইনিংস। ডিওন মায়ের্সের ব্যাট থেকে আসে ৩২ রান। ইতিহাসগড়া জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ১১ রান।

বোলিংয়ে আজমতউল্লাহ ওমরজাই, টাশিঙ্গা মুসেকিওয়া একাই খেলেন ওভারের ৬ বল। শেষ ডেলিভারিতে গিয়ে নিশ্চিত করেন দলের রোমাঞ্চকর জয়। আর তাতেই জিম্বাবুয়ে লিখল নতুন করে ইতিহাস, পাঁচ বছরের বেশি সময় পর তারা আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেল। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করতে পারে ১৪৪ রান। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির পেস তোপের সামনে আফগানিস্তানের টপ অর্ডার রীতিমতো বিপর্যস্ত।

আরো পড়ুন-

ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ইনিংসের প্রথম ওভারেই এনগারাভার শিকার। আফগান এই ওপেনার প্যাভিলিয়নে ফেরত যান ডাক হয়ে। আরেক ওপেনার সেদিকউল্লাহ অটলও হয়েছেন ব্যর্থ, রান করেন কেবল ৩। তিনে নামা হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে অবশ্য ২০ রান আসে। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইশাক ১ রান করতেই এনগারাভার বলে হারান উইকেট। তবে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন করিম জানাত ও মোহাম্মদ নবী। ২৭ বলে ৪৪ রান করে নবী এনগারাভার তৃতীয় শিকার হলেও ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন করিম জানাত। তার ৫৪ রানের ইনিংসে ভর দিয়েই আফগানিস্তান স্কোরবোর্ডে পায় ১৪৪।

দৈনিক প্রলয় এএএস