বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লীগে ছন্দে থাকা লিভারপুলকে এক প্রকার হারের স্বাদ পাইয়ে দিচ্ছিল ফুলহাম। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা অলরেডদের শেষরক্ষা করলেন দুইমাস পর মাঠে নামা দিয়েগো জোতা। অন্য মাচে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়ে এক প্রকার বিপাকে আর্সেনাল।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথম ১১ মিনিটে আন্দ্রেস পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহাম। ছয় মিনিট পর অলরেড ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্নে স্লটের দল। ম্যাচের ৪৭তম মিনিটে গডি গ্যাকপোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। রদ্রিগো মুনিয়েজের গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা।
দুইমাস পর চোট থেকে ফিরে বদলি খেলোয়াড় হিসেবে নামে পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। শেষ বাঁশি বাজার চার মিনিট আগে তার সমতাসূচক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। যদিও ড্র করে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইংলিশ জায়ান্টরা।
আরো পড়ুন-
অন্য ম্যাচে ঘরের মাঠ এমিরেটসে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ইংলিশ লীগে টানা তিন ম্যাচ জিতে গত সপ্তাহে ফুলহামের মাঠে ১-১ সমতায় পয়েন্ট হারায় গানাররা। এবার এভারটনের বিপক্ষে পয়েন্ট নষ্ট করলো আর্টেটার দল। সবমিলিয়ে ১৩টি শট নিয়ে গানাররা লক্ষ্যে রাখতে পারে ৫টি শট। অন্যদিকে মাত্র ২টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি এভারটন। এই ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে লীগ তালিকার তিনে রয়েছে গানাররা।
দৈনিক প্রলয় এএএস