বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ দেখা হয়ে যেতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পঞ্চপাণ্ডব এর চার ক্রিকেটারকে একসাথে দেখার শেষ সুযোগও এটি। যদিও দলের বাইরে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কি না, তা নিয়ে আছে সংশয়। বিসিবি অবশ্য সাকিব ও তামিম দুজনকেই বিবেচনায় রেখেছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, যেহেতু সাকিব-তামিম অবসর নেননি তাই তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচকদের বিবেচনায় রয়েছেন।
সাকিব মানসিক দিক থেকে ভালো অবস্থায় ছিল না দেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেনি। আমার কাছে ওর ব্যাপারে কোনো আপডেট নেই। তামিমের ব্যাপারে প্রধান নির্বাচক যা বলেছেন… যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, আর নির্বাচকরা ঐ ক্রিকেটারকে দরকার মনে করেন, তখন নির্বাচকদের ঐ ক্রিকেটারের সাথে আলোচনা করা দরকার।’ এরপর সোজাসাপ্টাই জানতে চান গণমাধ্যমকর্মীরা, সাকিব-তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচ্য কি না।
আরো পড়ুন-
জবাবে ফারুক আহমেদ বলেন, ‘আমি একটা কথা বলে দিলাম- যদি কোনো ক্রিকেটার অবসর নিয়ে না থাকে, সে অবশ্যই সিলেকশনের জন্য এভেইলেবল।
দৈনিক প্রলয় এএএস