বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
সহিদুল ইসলাম, ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো আদর্শ স্মৃতি সংঘ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার চকচন্ডি বিজিবি ক্যাম মোড় এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৪ নং উমার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুইদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম (লিটন)।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উমার ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমকে ওয়াদুদ, বিএনপির নেতা আলহাজ্ব হানজালা, বিএনপি নেতা দেওয়ার মোসাদ্দেক, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিএনপি নেতা শাকিল চৌধুরী প্রমূখ।
খেলায় দুটি দল অংশগ্রহণ করেন। উপজেলা যুবদল বনাম পৌর যুবদল। দূরদূরান্ত থেকে আগত জনতার ঢল নামে খেলার মাঠ প্রাঙ্গনে। স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় আরাফাত রহমান কোকো আদর্শ স্মৃতি সংঘ এর উদ্যোগে এরকম একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।