ভাঙ্গায় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ১৯৮ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আল খিদমাহ ফাউন্ডেশন এর আয়োজনে পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এভারগ্রীণ একাডেমির সার্বিক সহযোগিতায় অত্যন্ত মনোরোম পরিবেশে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে উৎসাহ প্রদান করেন এবং আল খিদমাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এমন চমৎকার একটি আয়োজনের জন্য। তিনি আল খিদমাহ ফাউন্ডেশনকে এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন।
আল খিদমাহ ফাউন্ডেশন উপজেলা পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ে মোট ১১টি বৃত্তি প্রদান করে। শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ এবং নগদ অর্থ প্রদান করা হয়। সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আল খিদমাহকে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় এমন একটি চমৎকার আয়োজন করার জন্য।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ভরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,সঞ্জয় কুমার দে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আল খিদমাহ ফাউন্ডেশন এর সদস্য পরিচিতি, তাদের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।