সংবাদ শিরোনাম ::
ত্রিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ত্রিশালে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (৭ জানুয়ারি) র্যাব-১৪ থেকে এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল সোমবার (৬ জানুয়ারী) রাত ১০ টায় ত্রিশাল থানাধীন কানিহারী ঈদগাঁও মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে জুম্মান মিয়া ও মাইন উদ্দিনকে ৩২ কেজি গাঁজা, ১ টি সিএনজি, ১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।