ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে এডমিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে
ভাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গার মহিলা ডিগ্রি কলেজে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে এডমিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০ টার সময় ভাঙ্গা মহিলা কলেজে ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে এই এডমিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি সম্পর্কে বিভিন্ন ধারণা ও জব মার্কেটের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এই সময় বিভিন্ন প্রোগ্রামে ভর্তিতে আকর্ষণীয় ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য শিক্ষায় নতুন মাত্রা এই স্লোগান কে সামনে রেখে ২০১৮ সালে ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অনুমোদিত ব্যবসায় শিক্ষা অনুষদ বিবিএ ও এমবিএ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ সিএসই ও বস্ত্র প্রকৌশল ,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইংরেজি বিভাগে পাঠান ও ভর্তি চলছে !
ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির রেজিস্টার মোহাম্মদ ফায়জুল্লাহ্ কৌশিক এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জগলুল মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।