বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
ফজলুল করিম ফারাজী ,কুড়িগ্রাম
তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি সকাল দশটায় কুড়িগ্রাম জেলার সচেতন ছাত্র সমাজের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে বিবাদমান পরিস্থিতিতে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষে তিনটি প্রস্তাবনা পেশ করা হয়। উভয় পক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারা, কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা।একে অপরের বিরুদ্ধে কোনো উষ্কানীমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। প্রস্তাবগুলোর বাস্তবায়ন না হলে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালো ভাবে পালন করা হবে বলে জানান আয়োজকরা।
এসময় আরও বক্তব্য রাখেন,কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী ইফতে খাইরুল, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আমান।