ভাঙ্গায় বিজ্ঞান মেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ৪৬তম বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান ও অলিম্পিয়াড বিষয়ক কুইজ প্রতিযোগিতার পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এসময় মেলায় আসা প্রতিটি স্টল ঘুরে দেখেন তিনি।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহোরলাথ বিশ্বাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন অফিসার হাচেন উদ্দিন, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, কে এম কলেজের প্রফেসর মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা আশরাফ শেখ প্রমূখ।
উপস্থিতছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।