ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোলার মেঘনা নদীতে নৌকা ডুবে জেলে নিখোঁজ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৯৩ বার পড়া হয়েছে

এইচ এম আলামিন, ভোলা সদর

ভোলার মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুলাল মাঝি মেঘনা নদী থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছিলেন। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে যায় এবং অন্য জেলেরা তা তীরে টেনে আনতে সক্ষম হন। কিন্তু ধাক্কা খাওয়ার পর দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত এবং রাত গভীর হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. শাহিন উদ্দিন জানান, আজ বুধবার বরিশাল থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করার কথা, কিন্তু উদ্ধারকারী টিম এখনো ভোলায় এসে পৌঁছায়নি, তাই উদ্ধার কাজ পরিচালনায় বিলম্ব হচ্ছে।

এছাড়া ফায়ার সার্ভিস ভোলার সাথে যোগাযোগ করলে তারা জানান, দক্ষিণাঞ্চলের জন্য ফায়ার সার্ভিসের একটিমাত্র ডুবুরি দল রয়েছে, তাই বরিশাল তথা ওই অঞ্চল খালি রেখে ভোলায় ডুবুরি দল আসেনি। নিখোঁজ জেলের উদ্ধারে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

এদিকে উদ্ধার কাজে নিয়োজিত কোস্টগার্ড দক্ষিণ জোন এর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নৌকাডুবির সংবাদ পাওয়ার পর থেকে কোস্টগার্ডের সদস্যরা মেঘনা নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা যায়নি।
অন্যদিকে, দুলাল মাঝি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা মেঘনার তীরে এসে আহাজারি করছেন।

নিউজটি শেয়ার করুন

ভোলার মেঘনা নদীতে নৌকা ডুবে জেলে নিখোঁজ

আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

এইচ এম আলামিন, ভোলা সদর

ভোলার মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুলাল মাঝি মেঘনা নদী থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছিলেন। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে যায় এবং অন্য জেলেরা তা তীরে টেনে আনতে সক্ষম হন। কিন্তু ধাক্কা খাওয়ার পর দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে নদীতে তীব্র স্রোত এবং রাত গভীর হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. শাহিন উদ্দিন জানান, আজ বুধবার বরিশাল থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করার কথা, কিন্তু উদ্ধারকারী টিম এখনো ভোলায় এসে পৌঁছায়নি, তাই উদ্ধার কাজ পরিচালনায় বিলম্ব হচ্ছে।

এছাড়া ফায়ার সার্ভিস ভোলার সাথে যোগাযোগ করলে তারা জানান, দক্ষিণাঞ্চলের জন্য ফায়ার সার্ভিসের একটিমাত্র ডুবুরি দল রয়েছে, তাই বরিশাল তথা ওই অঞ্চল খালি রেখে ভোলায় ডুবুরি দল আসেনি। নিখোঁজ জেলের উদ্ধারে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

এদিকে উদ্ধার কাজে নিয়োজিত কোস্টগার্ড দক্ষিণ জোন এর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, নৌকাডুবির সংবাদ পাওয়ার পর থেকে কোস্টগার্ডের সদস্যরা মেঘনা নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা যায়নি।
অন্যদিকে, দুলাল মাঝি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা মেঘনার তীরে এসে আহাজারি করছেন।