মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৭১ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুরের মুহাম্মদ ফারুক খান উচ্চ বিদ্যাল অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ফারুক খান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পরিতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর, ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, সাধারণ সম্পাদক নয়ন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাদের লস্কার, উপজেলা যুবদলের সদস্য চন্দন আকাশ, ওয়ার্ড বিএনপি নেতা গোবিন্দ, সোলেমান ফকিরসহ অনেকে।
পুরস্কার বিতরণী সভা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।