মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, গাজীপুর
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার বহিষ্কৃত বিএনপি’র সাধারণ সম্পাদক কামালের ছোট ভাই দুলালের কাছ থেকে লোহা ও ইস্পাতের ভিম চোরাই মাল হিসেবে উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। গত রবিবার (২রা ফেব্রুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বোর্ডবাজার কলমেশ্বর এলাকার মসজিদ রোডে ভাঙ্গারী মার্কেটে ইস্পাতের ভিম পিলার গুলো লেবাররা গ্যাস দিয়ে কেটে কেটে ছোট করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চোরাই মালসহ দুলালকে গ্রেফতার করে। এসময় ভাঙ্গারী দোকানদার রাজু ও শুভ পালিয়ে যায়। তাদের দোকান বন্ধ থাকে।
গ্রেফতারকৃত দুলাল পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়- “এবি এইচ হাইটেক সেন্টারের একাউন্টস শুভাশিস ভৌমিক এর কাছ থেকে ক্রয় করে বিক্রয় করে কিন্তু কোন প্রমাণ দেখাতে পারে নাই।”
এবিষয়ে গাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজল জানান, চোরাই মাল ক্রয় বিক্রয়ের কোন ডকুমেন্টস দেখাতে পারে নাই। হাইটেক কোম্পানীর একাউন্টস অফিসার বিক্রি করছে বলে দুলাল দাবি করলেও কিছুই জানেন না বলে দাবি করেন এবি এইচ হাইটেক সেন্টারের একাউন্টস শুভাশিস ভৌমিক। এসআই কাজল আরও জানান কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করা হলে বলেন ইস্পাতের ভিম পিলার গুলো বিক্রি হয় নাই চুরি ও লুটপাট হয়েছে। আরও কয়েক বার উনার কোটি টাকার মাল চুরি ও লুটপাট করা হয়েছে, আপনারা আইনগত ব্যবস্থা নিন। দুলাল বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাছা থানা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কামাল এর ভাই দুলাল স্বীকার করে বলেন আরো ০৪ বার এই মাল বিক্রি করেছি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান বিএনপি নেতা কামালের ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাই ও নিকট আত্মীয়দের মাধ্যমে এভাবেই ৫ই আগস্টের পর থেকে দখল, চুরি, লুটপাট, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এ যেন মগের মুল্লুক দেশটাকে বানিয়েছে তারা এদের বিচারের আওতায় না আনা হলে দেশের পরিস্থিতি আরো অবনতি ঘটবে, তাই আমরা এদের সঠিক বিচার দাবি করি।
এসংক্রান্তে গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, চোরাই মালামাল সহ এক জনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমার অত্র থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চুরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন অপরাধ, অপরাধীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।