ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলে ‘ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন’ শুরু

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, ক্যাম্পাস সংবাদদাতা

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে “ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫”, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

প্রতিযোগিতাটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় আয়োজন করা হয়েছে এবং এতে অংশ নিচ্ছে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদার সাথে মিল রেখে তাদের প্রস্তুত করা হচ্ছে। বিশেষজ্ঞ বিচারকরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন।

স্কিলস কম্পিটিশন-২০২৫-এ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রয়েছে: ইলেকট্রনিক্স, সিভিল, কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনোলজি। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন বলেন,”শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। এই প্রতিযোগিতা তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

একজন প্রতিযোগী বলেন, “স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণ করে আমরা নতুন কিছু শিখছি এবং ভবিষ্যতে বড় পরিসরে প্রতিযোগিতা করার আত্মবিশ্বাস পাচ্ছি।” প্রতিযোগিতায় বিজয়ীরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের স্কিলস কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ সনদ ও পুরস্কার। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রমাণের পাশাপাশি কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিতে পারছে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ‘ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন’ শুরু

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জাহিদুল ইসলাম, ক্যাম্পাস সংবাদদাতা

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে “ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন-২০২৫”, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

প্রতিযোগিতাটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় আয়োজন করা হয়েছে এবং এতে অংশ নিচ্ছে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদার সাথে মিল রেখে তাদের প্রস্তুত করা হচ্ছে। বিশেষজ্ঞ বিচারকরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করছেন।

স্কিলস কম্পিটিশন-২০২৫-এ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রয়েছে: ইলেকট্রনিক্স, সিভিল, কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনোলজি। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন বলেন,”শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। এই প্রতিযোগিতা তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

একজন প্রতিযোগী বলেন, “স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণ করে আমরা নতুন কিছু শিখছি এবং ভবিষ্যতে বড় পরিসরে প্রতিযোগিতা করার আত্মবিশ্বাস পাচ্ছি।” প্রতিযোগিতায় বিজয়ীরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের স্কিলস কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ সনদ ও পুরস্কার। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রমাণের পাশাপাশি কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিতে পারছে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।