কুয়েত প্রবাসী আবুল হোসেনের ৪৪ বছরের কর্ম জীবনের অবসানে বিদায়ী সংবর্ধনা

- আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত সংবাদদাতা
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিশু হাফেজ হাবিব খান আশরাফ। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন ৪৪ বছর প্রবাসী কর্মজীবনের মেয়াদ শেষে করে স্থায়ীভাবে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত শাখা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ৯টায় কুয়েত সিটির হলিডে ইন রেস্টুরেন্টে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ফুয়াদ আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মিঠুন সেলিম প্রতিষ্ঠাতা সভাপতি ও নবনির্বাচিত বর্তমান প্রধান উপদেষ্টা ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক হিসেবে মাহবুব খান সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহসভাপতি মোঃ জালাল উদ্দীন। অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সভাপতি নাছির উদ্দীন খোকন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ.জুবেদ,আরো উপস্থিত ছিলেন এশিয়ান টিভির কুয়েত এর রিপোর্টার রবিউল ইসলাম খান,জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদ,সাহেদ চৌধুরী খলিল খান, মোস্তফা মিয়া, শহিদুল ইসলামসহ আরো অনেকে। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথি মোঃ আবুল হোসেনকে প্রশংসা পত্র দেওয়া হয়।