শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা বলেছেন, “বাল্য বিবাহ প্রতিরোধে কোর্ট ম্যারেজের নামে প্রচলিত ‘উকিল ম্যারেজ’ বন্ধ করা প্রয়োজন।”
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় তিনি আরও বলেন, “বৈধভাবে কোর্ট ম্যারেজ বলতে আসলে কিছু নেই। এটি মূলত একটি হলফনামা, যা অনেক সময় প্রতারণার মাধ্যমে বাল্য বিবাহকে বৈধতা দেওয়ার কৌশল হিসেবে ব্যবহৃত হয়।”
সভায় উপস্থিত বক্তারা জানান, “বাল্যবিবাহ বন্ধে প্রচলিত ‘কোর্ট ম্যারেজ’ প্রক্রিয়াকে অনেকাংশে দায়ী করা হয়।” অনেকে কোর্টের হলফনামাকে বিবাহের স্বীকৃতি দাবি করলেও এটি আসলে আইনি বিবাহ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এভাবে বিবাহিত মেয়েরা পরে প্রতারণার শিকার হন।
ইউএনও মাসুদ রানা বলেন, “কেবল বয়স ঘোষণা করলেই তা বৈধ বিবাহ হয় না। তাই ‘কোর্ট ম্যারেজ’ শব্দটিকে বিবাহের স্বীকৃতি দেওয়া উচিত নয়।”
বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা রাখার আহ্বান জানান ইউএনও। তিনি বলেন, “জনসচেতনতা বাড়াতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”
সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।