সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর
মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউলীবেড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি ইসলামী আন্দোলন কাউলীবেড়া শাখার মাওলানা সাহস সিকান্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আঃ হান্নান মাতুব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলার মুফতি আনোয়ার হোসেন,উপদেষ্টা ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার কারী আব্দুল আজিজ ফকির,সহ-সভাপতি ইসলামী আন্দোলন ভাঙ্গা উপজেলা শাখার মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার মোঃ মশিউর রহমান,আরও উপস্থিত ছিলেন,কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাদানী,মাওলানা দেলোয়ার হোসেন,দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা মোঃ মাইনুদ্দীন সরদার,সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য,সুধী সমাজে নেতৃবৃন্দ সহ ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউলীবেড়া শাখার নেতৃবৃন্দ প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে নেতাকর্মীরা দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন।দোয়া মাহফিল পরিচালনা করেন,ক্বারী আব্দুল আজিজ ফকির।