মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ : ভিডিও চিত্র ধারণ লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার পটুয়াখালীতে গভীর রাতে ফলজ বাগান ও ফসলি জমি কেঁটে ঘেড় খননের চেষ্টা পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ও আব্দুল মান্নান সাময়িক বরখাস্থ বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজারের অধিক প্রবাসী গ্রেফতার ভাঙ্গায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ

শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আসামী মোঃ নুর ইসলামকে গ্রেফতার করেছে জিএমপি বাসন থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯ টায় অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর ইসলাম কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার মংলারকুটি এলাকার মৃত ওমর আলী শেখ ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) কায়সার আহম্মেদের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র)/জাহিদ কিবরিয়া সঙ্গীয় এএসআই (নিরস্ত্র)/মোঃ সারুয়ার হোসেন বাসন থানার ১১৪৯ নং জিডি মূলে ভোগড়া বাইপাস এলাকায় অভিযানে যায়। এসময় ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১/ ৩৭৯/৩৪ ধারার ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর রুজু হওয়া নালিতাবাড়ী থানার ১৪ নং মামলার হাজতী আসামীকে পুলিশ আটক করে।

আরো জানা যায়, কারাগারে বন্দী থাকা অবস্থায় গত জুলাই/আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। সেই সুযোগে গ্রেফতারকৃত নুর ইসলাম ২০২৪ সালের ০৫ আগস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে সরকার পতনের ১ দফা আন্দোলন চলাকালে কৌশলে শেরপুর কারাগার থেকে পালিয়েছিল।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ ওসি কায়সার আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়