মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা গ্রহণ ভাঙ্গায় রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার ফুলবাড়িয়ায় জামায়াতের আলোচানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতায় একদিনের মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ : ভিডিও চিত্র ধারণ লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার

রবিউল ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে লালমনির হাট সদর থানা পুলিশ। অভিযান করে তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ভোর রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়িহাট রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো- ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), একই থানার খালিশা গ্রামের মোঃ আজিজের ছেলে আসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার কুলাঘাট-বড়বাড়ি হাট রোডে সাকোয়া টিকটিকির মোড় এলাকায় পাকা রাস্তায় সোমবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি ইউএসএ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি নোহা মাইক্রোবাস সহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার( ওসি) তদন্ত বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য এবং মাইক্রোবাস সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়