ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব শুরু

- আপডেট সময় : ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৮৯ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ ব্যুরো প্রধান
হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। শনিবার ৫ এপ্রিল (শনিবার) থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিন ব্যাপী অষ্টমী স্নানোৎসব। হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর ; এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পূণ্যার্থীরা আদি ব্রহ্মপুত্র নদে স্নানে অংশ নিচ্ছেন।
স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা , হরিতকি, ডাব, আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করছেন তারা। শনিবার সকাল ১০টা ৩০ মিনিট ৫০ সেকেন্ডে স্নানের লগ্ন শুরু হবে। স্নান উৎসব শেষ হবে আগামী রোববার সকাল ৭ টা ৫২ মিনিট ৩০ সেকেন্ড। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে। এবার প্রচুর পরিমাণ স্নান ঘাট, স্নানঘাটে দল বেধে, সপরিবারে কেউবা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিচ্ছেন তারা।
এবার সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে স্নানোৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লাখ লাখ পূণ্যার্থীর আগমন ঘটছে। তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র স্নান ঘাট।
অষ্টমীস্নানকে কেন্দ্র করে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে তীর্থস্থান ব্রহ্মপুত্র পুলিশ , র্যাব ও আনসারের দেড় সহস্রাধিক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। বসানো হয়েছে ওয়াচ টাওায়ার ও নিরাপত্তা চেকপোস্ট।
এছাড়াও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে তীর্থস্থানের ৩ কিলোমিটার এলাকা। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম,দূর্গাবাড়ী মন্দির,হিন্দু কল্যাণ পরিষদসহ অর্ধশত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দর্শনাথীদের খাবার সরবরাহ ও অন্যান্য সেবা প্রদান করছে।সিটি কর্পোরেশনের ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দেয়া হচ্ছে পূণ্যার্থীদের স্বাস্থ্য সেবা।