মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বর্নিল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সাড়ে নয়টার দিকে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে আইনজীবী ও সংশ্লিষ্টদের নিয়ে কোট চত্বর থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পূনরায় আদালত চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলী মোর্শেদ, এডভোকেট আঃ মান্নান,এডভোকেট জহুরুল হক মিঠুন,এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট রুহুল আমিন, এডভোকেট হাবিবুর রহমান, নিতাই চন্দ্র দে,বনানী দাস,শাহ নেওয়াজ সহ আরও অনেকে।