ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

হারের ম্যাচেও দারুণ লড়াই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে বটে। তবে ব্যাট হাতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। গড়ে ফেলেছেন এমন এক রেকর্ড যা আইসিসির ‘এলিট’ দলগুলোর কোনো ব্যাটারেরই নেই।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৭ রানে হেরে যায় বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারতে হয় সফরকারীদের।

পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও টানা দ্বিতীয়বার ২০০-র বেশি রান তোলে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। ১৯ বলে ৩৩ রান করে দলকে একটু এগিয়ে দেন। তবে এরপরই ধস নামে বাংলাদেশ শিবিরে।

এমন অবস্থায় ৯ নম্বরে নেমে ঝড় তোলেন তানজিম। তিনি একাই লড়াই চালিয়ে যান। ছয়-চারের ফুলঝুরি ছুটিয়ে তুলে নেন হাফ-সেঞ্চুরি। ৫টি ছক্কা ও ১টি চারে সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস।

এই ইনিংসের মাধ্যমে তানজিম গড়েছেন এক অনন্য রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে (পূর্ণ সদস্যদের মধ্যে) ৯ নম্বরে বা তার নিচে নেমে হাফ-সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি।

বাংলাদেশ যখন ৯.৫ ওভারে ৭৭/৭ স্কোরে ছিল, তখন মাঠে নামেন তানজিম। ম্যাচের ফল তখন অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু তার ইনিংস কিছুটা হলেও ভদ্রস্থ করেছে বাংলাদেশের স্কোরবোর্ডটাকে।
পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ রান আসে তানজিমের ব্যাট থেকেই। তার পরে ছিলেন তানজিদ হাসান, যিনি করেছিলেন ৩৩ রান।

প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ২০১ রান হজম করেছিল এবং হেরেছিল ৩৭ রানে। সেই ম্যাচে পাকিস্তানের পেসার হাসান আলি নিয়েছিলেন ৫ উইকেট।

তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হবে রবিবার, ১ জুন।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

নিউজটি শেয়ার করুন

হারের ম্যাচেও দারুণ লড়াই

আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে বটে। তবে ব্যাট হাতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। গড়ে ফেলেছেন এমন এক রেকর্ড যা আইসিসির ‘এলিট’ দলগুলোর কোনো ব্যাটারেরই নেই।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৭ রানে হেরে যায় বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারতে হয় সফরকারীদের।

পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও টানা দ্বিতীয়বার ২০০-র বেশি রান তোলে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। ১৯ বলে ৩৩ রান করে দলকে একটু এগিয়ে দেন। তবে এরপরই ধস নামে বাংলাদেশ শিবিরে।

এমন অবস্থায় ৯ নম্বরে নেমে ঝড় তোলেন তানজিম। তিনি একাই লড়াই চালিয়ে যান। ছয়-চারের ফুলঝুরি ছুটিয়ে তুলে নেন হাফ-সেঞ্চুরি। ৫টি ছক্কা ও ১টি চারে সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস।

এই ইনিংসের মাধ্যমে তানজিম গড়েছেন এক অনন্য রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে (পূর্ণ সদস্যদের মধ্যে) ৯ নম্বরে বা তার নিচে নেমে হাফ-সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি।

বাংলাদেশ যখন ৯.৫ ওভারে ৭৭/৭ স্কোরে ছিল, তখন মাঠে নামেন তানজিম। ম্যাচের ফল তখন অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু তার ইনিংস কিছুটা হলেও ভদ্রস্থ করেছে বাংলাদেশের স্কোরবোর্ডটাকে।
পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ রান আসে তানজিমের ব্যাট থেকেই। তার পরে ছিলেন তানজিদ হাসান, যিনি করেছিলেন ৩৩ রান।

প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ২০১ রান হজম করেছিল এবং হেরেছিল ৩৭ রানে। সেই ম্যাচে পাকিস্তানের পেসার হাসান আলি নিয়েছিলেন ৫ উইকেট।

তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হবে রবিবার, ১ জুন।

 

 

প্রলয়/তাসনিম তুবা