ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিএসজিকে এমবাপ্পে-নেইমারের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

পিএসজির স্বপ্নপূরণের সারথি হতে পারতেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও । কিন্তু স্বপ্ন যখন বারবার হাতছানি দিয়েও মিলিয়ে যাচ্ছিল, একসময় ক্লাব থেকে হারিয়ে যান তারাও। অবশেষে পিএসজি যখন বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দেখা পেল, নিজেদের পুরোনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন নেইমার ও এমবাপ্পে।

পিএসজিতে দুজনই ছিলেন ছয় বছর। পারফর্মও করেছেন দুর্দান্ত। ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। নেইমার জিতেছেন ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপের সেরা হতে পারেননি তারা একবারও। ২০১৯-২০ মৌসুমে এ দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হতে হয় পিএসজিকে।

এ দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ দিলেও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য। একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। এরপর প্রথম মৌসুমেই পিএসজির ভাগ্যও খুলে যায়। শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়েছে। সাবেক দলকে শুভেচ্ছা জানিয়ে এমবাপ্পে লিখেছেন ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।’ নেইমার অবশ্য এত কিছু লেখেননি।

ব্রাজিলের তারকা শুধু লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন নেইমার।

প্রলয়/তাসনিম তুবা 
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিএসজিকে এমবাপ্পে-নেইমারের অভিনন্দন

আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

পিএসজির স্বপ্নপূরণের সারথি হতে পারতেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও । কিন্তু স্বপ্ন যখন বারবার হাতছানি দিয়েও মিলিয়ে যাচ্ছিল, একসময় ক্লাব থেকে হারিয়ে যান তারাও। অবশেষে পিএসজি যখন বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির দেখা পেল, নিজেদের পুরোনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন নেইমার ও এমবাপ্পে।

পিএসজিতে দুজনই ছিলেন ছয় বছর। পারফর্মও করেছেন দুর্দান্ত। ১৫টি ট্রফি জিতেছেন এমবাপ্পে। নেইমার জিতেছেন ১৩টি ট্রফি। কিন্তু ইউরোপের সেরা হতে পারেননি তারা একবারও। ২০১৯-২০ মৌসুমে এ দুজনকে নিয়েই খুব কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত রানার্সআপ হতে হয় পিএসজিকে।

এ দুজনের সঙ্গে পরে লিওনেল মেসির মতো মহাতারকা যোগ দিলেও পূরণ হয়নি ক্লাবের সেই লক্ষ্য। একে একে তারা সবাই ক্লাব ছেড়ে গেছেন। এরপর প্রথম মৌসুমেই পিএসজির ভাগ্যও খুলে যায়। শনিবার ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিরোপাটির স্বাদ পেয়েছে। সাবেক দলকে শুভেচ্ছা জানিয়ে এমবাপ্পে লিখেছেন ‘অবশেষে সেই বড় দিনটি এসেছে। জয় এবং পুরো ক্লাবকে তুলে ধরে যেভাবে তা এসেছে, অভিনন্দন পিএসজি।’ নেইমার অবশ্য এত কিছু লেখেননি।

ব্রাজিলের তারকা শুধু লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে তালি দেওয়ার পাঁচটি ইমোজি যোগ করেছেন নেইমার।

প্রলয়/তাসনিম তুবা