সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ফাওকলে রেল ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে।
শনিবার সকাল ১০টার দিকে ওই ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা বলেন, সকালে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মরদেহটি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।