শাজাহানপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই, আহত ৩

- আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
বগুড়া সংবাদদাতা
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার আরও ৩ যাত্রী।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে সাজাপুর ফুলতলা মঞ্জুর সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে আকাশ (২৫) ও তার ভাই আরিফ (২১)। আহতরা হলেন বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০), আব্দুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে পলাশ (৩৫)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতে মহাসড়কের ওই জায়গায় লোকজন না চলাচল করায় মূল মহাসড়কের ওপর দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা একটি নম্বরপ্লেট পেয়েছি। সেটা দেখে ধারণা করছি, বাস ধাক্কা দিয়ে থাকতে পারে।