গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

- আপডেট সময় : ০৩:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৬২ বার পড়া হয়েছে
সুজন ফকির, গোয়ালন্দ সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া, রফুর দোকানসংলগ্ন এলাকা, সৈদাল মাডবরপাড়া, সানাউল্লাহ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং ফকিরপাড়ার সামনের নদীপাড় থেকে মোট ৫টি ড্রেজার মেশিন অকেজো করা হয়।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চলছিল, যা নদীতীরবর্তী কৃষিজমি, রাস্তাঘাট ও বসতবাড়ি ঝুঁকিতে ফেলে দেয়। এতে নদীভাঙন তীব্রতর হয়ে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।