সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার রাতে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড মহেশখালী উপজেলার ধলঘাটপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুইটি একনলা বন্দুক ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো পরে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।