ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহে মঙ্গলবার (১২ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের জুলাই চত্ত্বর, টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার বড় অংশ যুবসমাজ। তাদের সক্ষমতা কাজে লাগাতে কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি জ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশিক্ষণ প্রয়োজন।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে সোশাল বিজনেসের গুরুত্ব তুলে ধরছেন, যার চালিকাশক্তি যুব সমাজ। তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”

সভাপতি বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকদের স্বাবলম্বী হতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে।”

শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মাঝে চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহে মঙ্গলবার (১২ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের জুলাই চত্ত্বর, টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার বড় অংশ যুবসমাজ। তাদের সক্ষমতা কাজে লাগাতে কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি জ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশিক্ষণ প্রয়োজন।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে সোশাল বিজনেসের গুরুত্ব তুলে ধরছেন, যার চালিকাশক্তি যুব সমাজ। তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”

সভাপতি বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকদের স্বাবলম্বী হতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে।”

শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মাঝে চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।