ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর

ময়মনসিংহে ছাত্রদল নেতা গ্রেপ্তার, টর্চার সেলে চাঁদাবাজির অভিযোগ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১০১ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, জিয়েস নিজের মৎস্য খামারের একটি কক্ষে ‘টর্চার সেল’ বানিয়ে নিয়মিত চাঁদা আদায় ও নির্যাতন চালাতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, জিয়েস দেশীয় অস্ত্র হাতে নির্যাতন চালাচ্ছেন এবং অন্যদের দিয়েও মারধর করাচ্ছেন। ভুক্তভোগী দিনমজুর রাসেল ও জুয়েল জানান, ৪০ হাজার টাকা চাঁদার জন্য তাদের সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মারধর করা হয়।

স্থানীয়দের দাবি, মাঝিয়ালি বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, দোকান বন্ধ করে দেওয়া, প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন জিয়েস। তার অধীনে একটি গ্যাং ও একাধিক টর্চার সেল রয়েছে বলে অভিযোগ।

সোমবার (১১ আগস্ট) এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ জিয়েসের টর্চার সেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় জিয়েস ও তার দুই সহযোগীকে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তারের পাশাপাশি টিকটকে অস্ত্র প্রদর্শনের ভিডিও নিয়েও তদন্ত চলছে।

ঘটনার পর জেলা উত্তর ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়েসকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, অনেকেই এ পদক্ষেপকে ‘লোক দেখানো’ শাস্তি মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে ছাত্রদল নেতা গ্রেপ্তার, টর্চার সেলে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, জিয়েস নিজের মৎস্য খামারের একটি কক্ষে ‘টর্চার সেল’ বানিয়ে নিয়মিত চাঁদা আদায় ও নির্যাতন চালাতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, জিয়েস দেশীয় অস্ত্র হাতে নির্যাতন চালাচ্ছেন এবং অন্যদের দিয়েও মারধর করাচ্ছেন। ভুক্তভোগী দিনমজুর রাসেল ও জুয়েল জানান, ৪০ হাজার টাকা চাঁদার জন্য তাদের সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মারধর করা হয়।

স্থানীয়দের দাবি, মাঝিয়ালি বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, দোকান বন্ধ করে দেওয়া, প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন জিয়েস। তার অধীনে একটি গ্যাং ও একাধিক টর্চার সেল রয়েছে বলে অভিযোগ।

সোমবার (১১ আগস্ট) এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ জিয়েসের টর্চার সেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় জিয়েস ও তার দুই সহযোগীকে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তারের পাশাপাশি টিকটকে অস্ত্র প্রদর্শনের ভিডিও নিয়েও তদন্ত চলছে।

ঘটনার পর জেলা উত্তর ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়েসকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, অনেকেই এ পদক্ষেপকে ‘লোক দেখানো’ শাস্তি মনে করছেন।