শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুরের জাজিরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা রাজ্জাক মাদবর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার লক্ষ্মীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজ্জাক মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মু্ন্সুী কান্দি এলাকার মকিন মাদবরের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি গুচ্ছগ্রামে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্জাকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর ও ঘৃণ্য অপরাধ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।
অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রাজ্জাককে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।