নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্দ্রি সিবিহাকে মনোনয়ন জেলেনস্কির

- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সঙ্গে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্দ্রি সিবিহাকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি পার্লামেন্টকে সিবিহার মনোনয়ন অনুমোদনের আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট তার মনোনয়ন শিগগিরই অনুমোদন করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, দেশটির নতুন শক্তির প্রয়োজন এবং এই পরিবর্তন সেই লক্ষ্যে করা হচ্ছে।
এর আগে পার্লামেন্ট পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার পদত্যাগ গ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের অন্যতম মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গত দুই দিনে আরও দুইজন উপপ্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর পদত্যাগও অনুমোদন করেছে পার্লামেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনের সরকারের সবচেয়ে বড় রদবদল।
সিবিহা একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি জেলেনস্কির দফতরে দীর্ঘদিন কাজ করেছেন এবং পররাষ্ট্রনীতি ও কৌশলগত অংশীদারিত্ব দেখভাল করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের পররাষ্ট্রনীতিতে কোনও পরিবর্তন আসবে না। যুদ্ধকালীনয পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টের দফতরের অধীনে কাজ করে।
বৃহস্পতিবার আরও আটজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়ার কথা রয়েছে, যা সরকারের পুনর্গঠনের অংশ।
জেলেনস্কি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন। এছাড়া শুক্রবার রামস্টেইন গ্রুপের বৈঠকে অংশ নেবেন, এটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর একটি জোট।
জেলেনস্কি তার মিত্রদের বারবার আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।
এদিকে, রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরগতিতে অগ্রসর হচ্ছে এবং কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য বিদ্যুৎ অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা।