আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে, মেদিনীপুরের মোমবাতি মিছিল

- আপডেট সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে
সমরেশ রায়, কলকাতা
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে, তখন পিছিয়ে নেই কেশপুরও।
সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিলোওমার বিচারের দাবিতে, কেউ প্ল্যাকার হাতে, কেউ আবার রাতের শহরে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে।
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নং অঞ্চলের মুক্তি কেন্দ্র বাজার এলাকার মানুষ মোমবাতি হাতে পথে নামে। আরজি করে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল।
মুক্তি কেন্দ্র বাজার থেকে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দু কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি, মিছিল শেষে স্থানীয় বাসিন্দা শুভেন্দু সামন্ত জানান, কলকাতার আরজি করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা ধিক্কার জানাই। সারা দেশের সঙ্গে আমরা কেশপুরবাসী ও পথে নেমেছি।
আগামী দিনে এই ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দোষীদের এমন শাস্তি দেয়া হোক, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়। এবং মহিলারা যাতে সুরক্ষা পায় তার ব্যবস্থা করতে হবে।