বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ভারতীয় নাগরিকের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নেয়ার অভিযোগ ফরিদপুরে টিআরসি নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত ছাত্র আন্দোলনে শহীদ বেনাপোলের আব্দুল্লাহ’র বাড়িতে স্বাস্থ্যের মহাপরিচালক মদনে শীতবস্ত্র বিতরণ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল হলেন পরীমণি জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক

ঢামেকে আবারও ধরা পড়ল ভুয়া নারী চিকিৎসক

ঢামেকে আবারও ধরা পড়ল ‘ভুয়া’ নারী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও ধড়া পড়েছেন এক ভুয়া চিকিৎসক। রোববার দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে ঐ ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার পিসি মিজানুর রহমান বলেন, সকালে আমাদের টহল টিমের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানান তার নামের সঙ্গে সংগতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করছেন। এ নিয়ে সন্দেহ হলে আনসার সদস্যরা ঐ ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত নারীকে দেখান। কিন্তু কেউ তাকে চিনতে পারেন না। পরে অভিযুক্ত নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপ-পরিচালকের কাছে নেয়া হয়। এরপর তাদের পরামর্শে ঐ ভুয়া নারী চিকিৎসককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা জানান, তিনি নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেলে কেন এসেছেন জানতে চাইলে তিনি জানান, পূর্বপরিচিত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন।

চিকিৎসকের অ্যাপ্রন কেন পরেছেন জানতে চাইলে অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা বলেন, আমি ভুল করেছি, ভবিষ্যতে আর এ কাজ করব না। টেইলার্সের দোকান থেকে অ্যাপ্রনটি বানিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, এরই মধ্যে আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢামেক হাসপাতাল থেকে মুনিয়া খান রোজা নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন আনসার।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়