বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তা পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েবের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর তিন সাংবাদিক সংগঠন লিখিত অভিযোগ জমা দিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় এ অভিযোগ দেন ক্যাম্পাস সাংবাদিকরা। অভিযোগ পত্রে সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ। অভিযোগপত্রে তারা বলেন, সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক বণিকবার্তা’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন।
তখন মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন পার হচ্ছিল। এসময় মার্কেটিং বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। ওই সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করে। এতে আরো বলা হয়, শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও ঔদ্ধত্য শিক্ষার্থীরা সেটা ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে আসলে তাদেরকেও হেনস্তা করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে গুন্ডামি করবে আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। একজন সাধারণ শিক্ষার্থীও চাইলে ভিডিও করতে পারে কিন্তু একজন সাংবাদিক ভিডিও ধারণকালে তার ওপর আক্রমণের অধিকার শিক্ষার্থীরা রাখে না। ক্যাম্পাসে কোনো গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করবো।