বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রায়হান ও পিস্তল

নিজস্ব সংবাদদাতা

বগুড়ায় মো. রায়হান (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনীর অভিযানে আশেকপুর পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান উপজেলার আশেকপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।

খালেদা জিয়াকে মঈনুল রোডের বাড়ি ফিরিয়ে দেওয়ার আহ্বান আলালেরখালেদা জিয়াকে মঈনুল রোডের বাড়ি ফিরিয়ে দেওয়ার আহ্বান আলালের
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনীর অভিযানে আশেকপুর পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রায়হানের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ও মাগজিন বিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এ-ধরনের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়