ইসরায়েলকে হারিয়ে শীর্ষে শক্ত অবস্থান ইতালির

- আপডেট সময় : ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক
ফরাসিদের হারিয়ে নেশন্স লিগ শুরু করা ইতালি নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ইসরায়েলকে ২-১ গোলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে। ফরাসিরা তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। বেলজিয়ামেরও সংগ্রহ তিন পয়েন্ট।
নিরাপত্তা শঙ্কা থাকায় ম্যাচটা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টে। তাই আবহটা ছিল শান্ত। বিরতির আগে ৩৮ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি। ঘণ্টা খানেকের মাথায় রিবাউন্ড থেকে স্কোর ২-০ করেছেন ময়েসে কিন।
ইতালির টানা আধিপত্যের ম্যাচে ইসরায়েল ৯০ মিনিটে একটি গোল শোধ দিয়েছে। মোহাম্ম আবু ফানি ফ্রি কিক থেকে জাল কাঁপালে স্কোর লাইন হয় ২-১।
জয় নিশ্চিত হলেও ফ্রান্সের মতো খুব বেশি ধারালো ছিল না আজ্জুরিদের পারফরম্যান্স। ছিল নড়বড়ে। তার কারণও ছিল অবশ্য। ফ্রান্সকে হারানো ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন এনেছিলেন ইতালি কোচ স্পালেত্তি। লরেঞ্জো পেলেগ্রিনি ও মাতেও রেতেগুইর জায়গায় সামনে ছিলেন গিয়াকোমো রাসপাদরি ও ময়েসে কিন।
তাছাড়া ইনজুরিতে ছিলেন না ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। অথচ এই লড়াইয়ের আগে ফ্রাত্তেসির খেলা নিয়েও ছিল শঙ্কা। সেই মিডফিল্ডারই প্রথমার্ধে ফেডেরিকো দিমারকোর পাস থেকে এনে দেন শুরুর গোল।
বিরতির পর ফ্রাত্তেসি ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিলেন। দুর্ভাগ্য ২৪ বছর বয়সীর নিচু শট রুখে দেন ইসরায়েলি গোলকিপার গেরাফি। স্পালেত্তির দায়িত্ব নেওয়ার পর ইতালির হয়ে এখনও সর্বোচ্চ স্কোরার ফ্রাত্তেসি। করেছেন ৬ গোল।