সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহবায়ত কমিটি গঠণ

- আপডেট সময় : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সদর প্রতিনিধি
কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর ব্যবসায়িদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে ব্যবসায়ি ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহবায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ি ইছাহাক আলীকে সদস্য সচীব করে ৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন সাইফুর রহমান, আবু হেনা মাসুম,কবির হোসেন,শফিকুল ইসলাম,মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেয়া হয়। কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের দ্বন্দ প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের একি স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃংখল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ নিরসণ হবে বলে ধারণা ব্যবসায়ীদের।