বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫ বছরেও শেষ হয়নি মঠবাড়িয়ার হলতা নদীর ব্রীজের কাজ

৫ বছরেও শেষ হয়নি মঠবাড়িয়ার হলতা নদীর ব্রীজের কাজ

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর ও মানিকখালী বাজারের মধ্যবর্তী হলতা নদীর ওপর নির্মাণাধীন সংযোগ সেতুটির নির্মাণ কাজ ৫ বছরেও শেষ হয়নি। এতে তৈরি হয়েছে জনদুর্ভোগ। নির্মাণ কাজ শুরু করার পর কাঠের তৈরি বিকল্প পুলটিতেও তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা।

জানা গেছে, ২০১৯ সালে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করে আবির এ্যান্ড সর্দার নামে পিরোজপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের সাথে বাস্তবায়ন কর্তৃপক্ষের করা চুক্তি বাতিল হওয়ার পর কাজ পায় তৌহিদুল বাশার কবির নামে মঠবাড়িয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তৌহিদুল বাশার কবির উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের আপন চাচাতো ভাই। ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিকুল পরিবেশের মধ্যেও নির্মাণ কাজ শুরু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রফিউদ্দিন আহমেদ ফেরদৌস গ্রেফতারের পর নির্মাণ কাজ আর শুরু করা হয়নি তাদের।

স্থানীয়রা জানান, এখানে কাঠের যে পুলটি রয়েছে সেটি যেকোন সময় ভেঙে পড়তে পারে।এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা আরও জানান, ইঞ্জিনিয়ারদের মধ্যেই ঝামেলা আছে। তাদের অযোগ্যতা ও অবহেলার জন্য একই কাজের ডিজাইন একাধিকবার করতে হয়।ঠিকাদারদের সাথে যোগসাজোশ থাকায় নির্মাণ কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কোন পদক্ষেপ নিতে পারেননা তারা।

এ ব্যাপারে পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে এর সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আরো পড়ুন-

পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,পিরোজপুর এলজিইডিতে নির্মাণাধীন অনেক কাজ নিয়ে ঝামেলা আছে। তারপরেও নির্মাণ কাজ চলাকালীন বিকল্প পুলটি মেরামত করার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়