বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

বনিআমিন, কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে গৃহস্থালির ময়লার টাকা নিয়ে বাকবিতন্ডতা ও হাতাহাতির মত তুচ্ছ ঘটনায় মো. জাকির আলী (৬০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জাকির আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া এলাকার সুরত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় ইমরান নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

নিহতের ভাতিজা হৃদয় জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে চাচা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক লোক এসে চাচার কাছে গত মাসের গৃহস্থালির ময়লা ফেলার টাকা চায়। চাচা বলে গত মাসের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা তো ঠিক মতন ময়লা ফেলো না। এই নিয়ে চাচার সাথে ওই ব্যক্তির সাথে একটু বাকবিতণ্ডা হয়।

এ সময় উত্তেজিত হয়ে ওই লোকটি চাচাকে মারধর ও আঘাত করতে শুরু করে। এতে আমার চাচার নাক মুখ দিয়ে অঝরে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ময়লার টাকা নিয়ে ঝগড়াঝাঁটি হলে সেখানে মারামারি হয়েছে। শুনেছি এ ঘটনায় একজন নাকি মারা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মিটফোর্ড হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মারামারির ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়