বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা থেকে খালাস পেলেন ১১ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি অ্যাডভোকেট নুরুল হককে ১ নং আসামি করে ১১ জন আইনজীবীকে আসামী করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সরাসরি তত্বাবধানে অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ বাদী হয়ে  মিথ্যা উদ্বেশ্যপ্রণোদিত রাজনৈতিক হয়রানি মূলক এই মামলা দায়ের করেন।

এই মামলায় দীর্ঘ ২ মাসের অধিক সময় কারাভোগ করেন অ্যাড. উসমান গনি মল্লিক মাখন ও অ্যাড. তোফাজ্জল হোসেন। দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ  আদালতে  প্রতিবেদন দাখিল করেন যেখানে এই মামলার অভিযোগের  কোন সত্যতা পাওয়া যায়নি।

এই মামলার অপর  আসামিরা হলেন- অ্যাড. রেজাউল করিম চৌধুরী, অ্যাড. মাহবুবর রশীদ তামান্না, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. শামসুন্নাহার, অ্যাড. জহিরুল ইসলাম নিজুম, অ্যাড. আরিফুল ইসলাম সোহাগ, অ্যাড. রাইসুর ইসলাম, অ্যাড. আহসান উল্লাহ আনার।

বিজ্ঞ আদালত পুলিশ  প্রতিবেদন গ্রহণপূর্বক মামলার দায় হতে আসামিদেরকে খালাস প্রধান  করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেন, এই মামলাটি রাজনৈতিক উদ্বেশ্যপ্রণোদিত  মিথ্যা হয়রানি মূলক মামলা, একটি রাজনৈতিক স্লোগান কে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১৫০ বছরের দীর্ঘ ঐতিহ্য কে বিনষ্ট করে একটি মহল এই মামলাটি করেছিলো, এই মিথ্যা মামলায় আমাদের ২ সহযোদ্ধা দীর্ঘ দুই মাসের অধিক সময় কারাভোগ করেছেন।

অ্যাড. নরুল হক বলেন, আজ (৫ ফেব্রুয়ারি বুধবার) ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়