শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কার-পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ফরিদপুর-ভাঙ্গা-বরইতলা মহাসড়কে মরণফাঁদ রেখেই চলছে প্রস্থের কাজ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঈদকে সামনে রেখে বানিয়াচংয়ে সরগরম দর্জিবাড়ি গাজীপুরে ধর্ষণসহ রগকাটা ও রক্তাক্ত জখমের অভিযোগে যুবক গ্রেফতার বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে ঐতিহাসিক ইফতার করলেন ড. ইউনূস ও গুতেরেস বিএনপি আমলের আবাসন প্রতিহিংসায় মেরামত করেনি আ.লীগ সরকার, মানবেতর জীবনযাপন

ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভাঙ্গা (ফরিদপুর)-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে পৃথক অভিযানে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে মোহাম্মদ রাবু খাঁন ও মোঃ সোহেলকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  (১৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি ) মিশকাতুল জান্নাত রাবেয়া।

এ বিষয়ে মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ভাঙ্গায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি সরকারি জায়গা থেকে কেটে বিক্রি করছে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, পৃথক অভিযানে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম এবং খাটরা এলাকা থেকে দুইজনকে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়