বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকে শরীফুন নাহারের ডিএমডি পদোন্নতিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নববিবাহিত রায়হান নিহত, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে নিন্ম আয়ের মানুষের স্বস্থি, ক্রেতাদের উপচেপড়া ভিড় বরগুনায় শিক্ষা অফিসারের অপকর্ম আড়াল করতে নাম সর্বস্ব ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা গ্রহণ ভাঙ্গায় রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত যুবকের মরদেহ উদ্ধার ফুলবাড়িয়ায় জামায়াতের আলোচানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর চান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মুঠোফোনে কল দিয়ে দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখা নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি। সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

সোহেল ভান্ডারী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপির ক্ষমতাধর নেতা বনে গেছেন। সেই ক্ষমতাবলে এখন তিনি কাউকেই পাত্তা দিচ্ছেন না।

ওই প্রতিনিধি জানান, দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী সদরপুরের চর চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা চারজন সরেজমিনে যাই ও ঘটনার সত্যতা পাই। এলাকাবাসী অভিযুক্ত সোহেল ভান্ডারীর বিরুদ্ধে নানান অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ভন্ডারী আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। একইসাথে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়