ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ে পেশ ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ২০৩ বার পড়া হয়েছে

মাসুম মিয়া, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পেশ ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার সকাল ১১ ঘটিকায় (১৯ মার্চ ২০২৫) প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আব্দুল হাকিম নামের এক প্রার্থী জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তার অভিজ্ঞতা সনদ জাল, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেননি, এমনকি বয়স সংক্রান্ত তথ্যেও গরমিল রয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তার ভুয়া সনদ সত্যায়ন করেছেন, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হলেও তদন্ত যথাযথ হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানিয়েছেন।

শিক্ষার্থীরা দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম পেশ ইমাম নিয়োগেই অনিয়ম হলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির আশঙ্কা তৈরি হবে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও নিয়োগ বাতিল চাই।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের দাবির কীভাবে সাড়া দেয়।

জামিয়া রিয়াজুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রধান মুহতামিম ও প্রধান মুফতি শায়খুল হাদিস মুফতি আতিকুর রহমান নোমানী বলেন,
রিটেন পরীক্ষাতেই চরম দুর্নীতি হয়েছিল , পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম রোল নম্বর লেখার জায়গা থাকলেও খাতায় তা লিখতে দেওয়া হয় নাই বরং ভিন্ন সাদা টোকেন এর ভিতরে নাম রোল নম্বর লিখতে বাধ্য করা হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ। তাৎক্ষণিক সামান্য প্রতিবাদ করলেও কোন কাজে আসেনি।

 

নিউজটি শেয়ার করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পেশ ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

মাসুম মিয়া, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পেশ ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার সকাল ১১ ঘটিকায় (১৯ মার্চ ২০২৫) প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আব্দুল হাকিম নামের এক প্রার্থী জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তার অভিজ্ঞতা সনদ জাল, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেননি, এমনকি বয়স সংক্রান্ত তথ্যেও গরমিল রয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তার ভুয়া সনদ সত্যায়ন করেছেন, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হলেও তদন্ত যথাযথ হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানিয়েছেন।

শিক্ষার্থীরা দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম পেশ ইমাম নিয়োগেই অনিয়ম হলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির আশঙ্কা তৈরি হবে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও নিয়োগ বাতিল চাই।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের দাবির কীভাবে সাড়া দেয়।

জামিয়া রিয়াজুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রধান মুহতামিম ও প্রধান মুফতি শায়খুল হাদিস মুফতি আতিকুর রহমান নোমানী বলেন,
রিটেন পরীক্ষাতেই চরম দুর্নীতি হয়েছিল , পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম রোল নম্বর লেখার জায়গা থাকলেও খাতায় তা লিখতে দেওয়া হয় নাই বরং ভিন্ন সাদা টোকেন এর ভিতরে নাম রোল নম্বর লিখতে বাধ্য করা হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ। তাৎক্ষণিক সামান্য প্রতিবাদ করলেও কোন কাজে আসেনি।