বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে আব্দুল করিম কল্যান ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টায় আব্দুল করিম কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ইউনুচ প্রামানিকের বাড়িতে ৮শত গরিব অসহায় দরিদ্রদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

এ সময় ফরিদপুর -৪ আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয় প্রাপ্ত মোঃ শহিদুল ইসলাম বাবুল উপস্থিত থেকে গরিব, অসহায় ও দরিদ্রদের মাঝে এই অর্থ বিতরণ করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাজাহান সিকদার,চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ অহিদ মোল্লা, নুরু মোল্লা, চরভদ্রাসন উপজেলার যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল বারী দিপু খান, চরভদ্রাসন সরকারী কলেজের ছাত্রদলের সাবেক ভিপি আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক যুবদলের নেতা, আব্দুল কাদের মাস্টার, সেন্টু মাস্টার, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী শামীম রেজা, পি,এম কামরুল ইসলাম, সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরমান আলী সরদার।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, যুবদলের নেতা মোঃ জাফর মোল্লা।

এ সময় প্রধান অতিথির বক্তব্য শহীদুল ইসলাম বাবুল সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়ে বলেন, মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষের নিজস্ব স্বার্থে এটি প্রয়োজন।

আল্লাহতায়ালার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর কোনো অপকার বা উপকার বা সৃষ্টি জগতের কোনো পরিবর্তন হবে-এমনটা নয়। বরং আল্লাহতায়ালা বলেছেন-যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের আয় রোজগার বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন’। (সূরা ইব্রাহিম : ৭)।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা অকৃতজ্ঞ মানুষকে একেবারেই পছন্দ করেন না। মানুষের মধ্যে এমন অনেকে আছেন, যারা পারস্পরিক কৃতজ্ঞতা আদায় করেন না। রাসূল (সা.) বলেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। একজন মানুষ যত বেশি কৃতজ্ঞতা আদায় করবে, তার ভেতর তত বেশি উন্নত মানবীয় গুণ ধারণ করতে পারবে।
আল্লাহতায়ালা কৃতজ্ঞ বান্দাদের নেয়ামত যেমন বাড়িয়ে দেন, তেমনি কৃতজ্ঞ মানুষকে দুনিয়ার মানুষজনও বেশি পছন্দ ও ভালোবাসেন। কিন্তু এর বিপরীতে অকৃতজ্ঞ যারা। অকৃতজ্ঞদের দুনিয়ার মানুষ স্বার্থপর হিসাবে চিহ্নিত করে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়