বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর

আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা

গাজীপুর মহানগরীতে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ডিবি উত্তর বিভাগ। তবে ডিবি ৫ জনকে গ্রেফতার করলে ২ জনকে ডাকাতির প্রস্তুতির মামলা না দিয়ে ননএফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত আড়াই টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জিএমপি সদর থানার হাজীবাগ এলাকায় অভিযানে যায়। এসময় জনৈক আরজুর বাড়ীর দক্ষিণ পাশে জনৈক নূরা মাতবর এর ফাঁকা জায়গা থেকে প্রণয় সরকারের কাছ থেকে ০১ টি লোহার চা-পাতি চাকু ও ০১ (এক) টি লোহার চাইনিজ কোড়াল, মোঃ আনিছের কাছ থেকে ০১ টি স্টিলের সুইচ গিয়ার ও ০১ টি স্টিলের প্লাস, মোঃ সোহাগ মিয়ার কাছ থেকে ০১ টি লোহার পাইপের হাতলওয়ালা চাপাতিসহ গ্রেফতার দেখিয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি সদর থানায় ৬১ নং মামলাটি রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত হাজীবাগ এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে সাদ্দাম এবং কাজীবাড়ী এলাকার মোঃ নুর হোসেনের ছেলে আবু তাহেরের বিরুদ্ধে জিএমপি অধ্যাদেশের ৭৬ ধারার বিধান মতে সদর থানায় ৪/২৫ নং ননএফআইআর রুজু করা হয়। গ্রেফতারকৃত ৫ আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় গ্রেফতারকৃত ২ আসামী আদালতে ১ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে। আর ডাকাতি প্রস্তুতি মামলার ৩ আসামী C/w মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এবিষয়ে জানতে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের ডিসি রেজাউলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করে নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেন নি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়