বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
ভাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় দরিদ্র ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২৬টি দুস্হ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল চারটায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মৃধা কান্দা গ্রামের মোল্লা বাড়িতে বাংলাদেশ পিস এন্ড ডেভেলপমেন্ট মিশন (বিপিডিএম) এবং এ কে এম ফজলুল করিম ও খালেদা আক্তার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ৫টি গ্রামের ২৬টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। গ্রামগুলো হল ভাঙ্গা উপজেলার মৃধাকান্দা, ব্রাহ্মণ কান্দা, পুখুরিয়া, নাজিরপুর এবং ধর্মদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির সভাপতি এবং ডিপিডিএম এর প্রতিষ্ঠাতা নটরডেম ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ আজিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ, ঢাকার ধানমন্ডি থানা যুবদলের সভাপতি জনাব হারুন মোল্লা, শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা জাকির মোল্লা। উল্লেখ্য বিপিডিএম এবং এ কে এম ফজলুল করিম ও খালেদা আক্তার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বিগত ২০২২ সাল থেকে বিনামূল্যে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রতিবছর ছাগল বিতরণ কর্মসূচি চলে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনের জন্য এই ছাগল বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডঃ আজিজুর রহমান বলেন, ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে অসহায় ও হত দরিদ্রদের দারিদ্র দূর করার লক্ষ্যে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।