বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
পটুয়াখালী জেলায় প্রয়াত সাংবাদিকের স্মরণে জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ১৯৬১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই প্রথম প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার ক্লাবে দোয়া ও ইফতার করা হয়।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, পি সার্কেল মোঃ সাজেদুল ইসলাম।
বিষয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন মোহাম্মদ মীর্জা সোবেদ আলী রাজা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কাজী মামুন, জিয়ায়ুর রহমান, মোহাম্মদ আহসান উদ্দিন জিকো, মোস্তাফিজুর রহমান, শপথ দাস, মোঃ নিজাম, জিয়াউর রহমান, নজরুল, মোঃ রাকিব, আতিক, বশির, মনির, ফারুক।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রয়াত সাংবাদিকদের যে সকল পরিবার সমস্যায় আছে তাদের আগামীতে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।