কুড়িগ্রামে বি়ভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন চারা গাছ বিতরণ

- আপডেট সময় : ০৮:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৯৭ বার পড়া হয়েছে
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।এসময় প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে নারকেল, তাল,জাম,বেল,নিম জাতীয় গাছের চারা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।
রবিবার ২৯ জুন সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস চত্বরে চারা গাছ বিতরণের উদ্বোধন করা হয়।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ৮০ শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়। তাল গাছের চারা ২০০ টি,নারকেল গাছের চারা ৪০০টিসহ প্রায় ১৫৫০ টি অনান্য গাছের চারা বিতরণ করেন কৃষি অফিস।
চারা গাছ নিতে আসা খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিনিধি মোঃ আরিফুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য ৪টি নারকেল গাছের চারা ও ২ টি তাল গাছের চারা নেয়া হলো।এগাছ গুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা গাছ বিতরণ উদ্বোধন হলো।পর্যায়ক্রমে জেলার তালিকাভুক্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে বলে জানান তিনি।