হরিপুরে চায়না-৩ জাত লেবু চাষ করে ভাগ্য বদল মতিউরের

- আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৮৩ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও
ঠাকুর গাঁওয়ের হরিপুর উপজেলায় ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া চাপাসার ঘাটিয়াল পুকুরের সন্নিকটে প্রায় ৫বিঘা জমিতে লেবু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মতিউর রহমান (২৮) নিজ উদ্যেগে প্রায় ২০২১ সালে দিনাজপুর নার্সারি হতে চায়না-৩জাতের পনেরশত লেবু জাতের চারাগাছ রোপণ করেন।
২০২২ এর শেষের দিকে গাছে ফুল ও ফুলে ভরে যায়। বাগান পরিদর্শন কালে মতিউর জানান, আমি নিজ উদ্যেগে এই পদক্ষেপ নিয়েছিলাম বর্তমান আমার বাগানে প্রতিনিয়ত ৩০০০-৪০০০ হাজার টাকা লেবু বিক্রি হয়, যার বাৎসরিক আয় হয় প্রায় ৪-৫ লক্ষ টাকার মত।
লেবু চাষে তেমন কোন পরিচর্যা কিংবা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তাই ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, বর্তমানে আমার লেবু রানীশংকেল দিনাজপুর এবং ঢাকা পর্যন্ত যায়। শীতকালে লেবুর চাহিদা কম হলে গরম কালে লেবুর কেনাবেচা বেশি হয়। বিশেষ করে রমজান মাসে লেবু কেনা বেচা বেশি হয়। অনেকে সারাদিন রোজা রেখে ক্লান্তি দুর করতে লেবুর সরবত পান করেন।
রানীশংকেল থেকে আসা লেবু ব্যবসায়ী মতালেব হোসেন (৩০) জানান আমি প্রতিনিয়ত বাগানে লেবু কিনতে আসি আমি ছাড়াও আরো লেবু ব্যবসায়ী লেবু কিনতে আসে, আমরা প্রতি পিচ লেবু ৩ টাকা ৪ টাকা দরে ক্রয় করি। লেবুতে পর্যপ্ত পরিমাণ ভিটামিন সি থাকায় এর চাহিদা ও অনেক। কৃষক মতিউর জানান, এযাবত আমি উপজেলা হতে কোন প্রশিক্ষণ পায়নি আমি চাই উপজেলা ও জেলা কৃষি কর্মতা আমার বাগান টি পরিদর্শন করেন, এবং বাগান টিকে আরো কিভাবে প্রসস্ত করা যায় এ ব্যাপারে আমাকে আরো যেন সঠিক পরামর্শ প্রদান করেন।